জুমাদাল আখিরাহ ১৪৪৩   ||   ফেব্রুয়ারি -এপ্রিল ২০২২

সহজ আমল

মাওলানা শাব্বীর মুহাম্মাদ

এক.

সালাম দেয়া

সালামকে আমরা কেউ কেউ আমল মনে করি না। অথচ সালাম দেয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নত। নারী-পুরুষ উভয়ের জন্য সুন্নত। কিন্তু পুরুষরা সালাম দিলেও নারীরা কম দেয়। নারী-পুরুষ উভয়ের জন্যই সালামের মধ্যে রয়েছে প্রভত কল্যাণ ও সওয়াব। হাদীসে আছে, এক ব্যক্তি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আস-সালামু আলাইকুম।

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিয়ে বললেন, দশ।

এরপর আরেকজন এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিয়ে বললেন, বিশ।

অতঃপর আরেকজন এসে বলল, আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিয়ে বললেন, ত্রিশ। সুনানে আবু দাউদ, হাদীস ৫১৯৭

দুই.

সকাল-সন্ধ্যা তিনবার করে পড়ব

بِسْمِ اللهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ العَلِيمُ.

দুআটির অর্থ : আল্লাহর নামে, যার নামের সৌজন্যে আসমান-যমীনের কোনো বস্তু ক্ষতি সাধন করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।

ফযীলত : কোনো ব্যক্তি সকালে দুআটি পড়লে সন্ধ্যা পর্যন্ত কোনো আকস্মিক বিপদে আক্রান্ত হবে না। আর সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত কোনো আকস্মিক বিপদে আক্রান্ত হবে না। জামে তিরমিযী, হাদীস ৩৩৮৮; সুনানে আবু দাউদ, হাদীস ৫০৮৮

তিন.

সকাল-সন্ধ্যায় তিনবার করে পড়ব

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ.

দুআটির অর্থ : আমি আল্লাহর পূর্ণ কালিমাসমূহের আশ্রয় গ্রহণ করছি তাঁর সকল সৃষ্টিজীবের অনিষ্ট থেকে।

ফযীলত : যে ব্যক্তি সন্ধ্যায় দুআটি পড়বে, কোনো কীট-পতঙ্গ ওই রাতে তার ক্ষতি করতে পারবে না। উল্লেখ্য, হাদীসে দুআটি সন্ধ্যায় পড়ার কথা এসেছে কিন্তু এর প্রেক্ষাপট থেকে বোঝা যায়, দুআটি সকালে পড়লেও একই ফায়েদা হবে। মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ৩০৪১; মুসনাদে আহমাদ, হাদীস ৭৮৯৮; জামে তিরমিযী, হাদীস ৩৬০৪

চার.

সকাল-সন্ধ্যায় তিনবার করে পড়ব

رَضِيتُ بِاللهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا.

দুআটির অর্থ : আমি খুশি মনে আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করে নিলাম, (আমি ধন্য, আমি পরিতৃপ্ত!)।

ফযীলত : উক্ত দুআ যে পড়বে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করবেন। মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ২৭০৭২, ২৯৮৯২; মুসনাদে আহমাদ, হাদীস ১৮৯৬৭; সুনানে কুবরা নাসায়ী, হাদীস ৯৭৪৭

পাঁচ.

সকাল-সন্ধ্যায় সাতবার করে পড়ব

حَسْبِيَ اللهُ لَا إِلهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ.

এই দুআটি মূলত সূরা তাওবার শেষাংশ। হযরত আবুদ দরদা রা. উক্ত দুআটি পড়তে বলতেন।

দুআটির অর্থ : আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তাঁরই উপর আমি ভরসা করেছি। আর তিনি মহা আরশের মালিক।

ফযীলত : যে ব্যক্তি দুআটি পড়বে, তার সকল পেরেশানী ও দুশ্চিন্তার ব্যাপারে আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাবেন। সুনানে আবু দাউদ, হাদীস ৫০৮১

 

 

advertisement