জুমাদাল আখিরাহ ১৪৪৩   ||   ফেব্রুয়ারি -এপ্রিল ২০২২

সালাফে সালিহীনের উপদেশ

আবুল আলিয়া

বান্দা যখন আল্লাহর নাফরমানীতে লিপ্ত হয়

إِنَّ الْعَبْدَ إِذَا عَمِلَ بِمَعْصِيَةِ اللهِ عَادَ حَامِدُهُ مِنَ النَّاسِ ذَامًّا.

বান্দা যখন আল্লাহর নাফরমানীতে লিপ্ত হয় তখন তার প্রশংসাকারীও তার নিন্দুকে পরিণত হয়। উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা রা.; কিতাবুয যুহদ, আহমাদ বিন হাম্বল, বর্ণনা ৯১৭

যে আল্লাহকে ভালবাসে

الْمُحِبُّ للهِ لَا يَغْفُلُ عَنْ ذِكْرِ اللَّهِ طَرْفَةَ عَيْنٍ.

যে আল্লাহকে ভালবাসে সে এক মুহূর্তের জন্যও তাঁর স্মরণ থেকে গাফেল হয় না। ফাতাহ মাওসিলি রাহ.; জামিউল উলূমি ওয়াল হিকাম, বর্ণনা ৫০

তোমরা গোনাহ কমাও

عَنْ عَائِشَةَ رَضي اللهُ عنها : أَقِلُّوا الذُّنُوبَ؛ فَإِنَّكُمْ لَنْ تَلْقَوُا اللَّهَ عَزَّ وَجَلَّ بِشَيْءٍ أَفْضَلَ مِنْ قِلَّةِ الذُّنُوبَ.

তোমরা গোনাহ কমাও। কারণ, যত কম গোনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারবে ততই ভালো। উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা রা.; কিতাবুয যুহদ, আহমাদ বিন হাম্বল, বর্ণনা ৯১৫

অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে সাবধান

عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: إِيَّاكُمْ وَفُضُولَ الْكَلَامِ، حَسْبُ امْرِئٍ مَا بَلَغَ حَاجَتَهُ.

অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকো। কারো জন্য ততটুকু কথাই যথেষ্ট, যা বলা তার একান্ত প্রয়োজন। আবদুল্লাহ ইবনে মাসউদ রা.; জামেউল উলূমি ওয়াল হিকাম, বর্ণনা ১৫

চারটি জিনিস অন্তরে কঠোরতা সৃষ্টি করে

قسوةُ القلبِ مِن أربعَةِ أشياءٍ إذا جاوزَت قدرَ الحاجة: الأكل، والنوم، والكلام، والمخالطة.

চারটি জিনিস অন্তরে কাঠিন্য সৃষ্টি করে, যখন তা প্রয়োজনের সীমা ছাড়িয়ে যায়। সেই চারটি জিনিস হল, আহার, নিদ্রা, কথা বলা ও মানুষের সাথে মেলামেশা করা। ইবনুল কায়্যিম রাহ.; আলফাওয়ায়েদ ১৮২

সে সত্যবাদিতা থেকে বঞ্চিত থাকে

قال سهل بن عبد الله التستري رحمه الله : من تكلم فيما لا يعنيه حرم الصدق.

যে ব্যক্তি অনর্থক কথাবার্তায় অভ্যস্ত সে সত্যবাদিতা থেকে বঞ্চিত থাকে। সাহল বিন আব্দুল্লাহ তুসতারি রাহ.; জামেউল উলূমি ওয়াল হিকাম, বর্ণনা : ১২

মুমিন অন্যকে গোপনে উপদেশ দেয়

قال الفضيل : المؤمن يَسْتُرُ ويَنْصَحُ، والفاجرُ يهتك ويُعيِّرُ.

মুমিন (মানুষের দোষ) গোপন রাখে এবং (গোপনে) উপদেশ দেয়। আর ফাজের-পাপী (মানুষের দোষ) প্রকাশ করে এবং লজ্জা দেয়। ফুজাইল ইবনে ইয়াজ রাহ.; জামিউল উলূমি ওয়াল হিকাম, বর্ণনা ৭

যিকিরের চেয়ে বড় কোনো আমল নেই

ما شيءٌ أنجى من عذابِ اللهِ من ذكرِ اللهِ.

আল্লাহর আযাব থেকে মুক্তি লাভের জন্য যিকিরের চেয়ে বড় কোনো আমল নেই। মুআয বিন জাবাল রা.; মুখতাসারুত তারগীব, ইবনে হাজার, বর্ণনা ৫৬৮

অন্তর কঠোর হয়ে যায়

إِنَّ الْإِكْثَارَ مِنَ الْكَلَامِ الَّذِي لَا حَاجَةَ إِلَيْهِ يُوجِبُ قَسَاوَةَ الْقَلْبِ.

অপ্রয়োজনীয় কথা বেশি বলার দ্বারা অন্তর কঠোর হয়ে যায়। ইবরাহীম নাখায়ী রাহ.; জামেউল উলূমি ওয়াল হিকাম, বর্ণনা ১৫

প্রতিটি দিনই ঈদের দিন

قال الحسن رحمه الله : كل يوم لا يعصى الله فيه فهو عيد، كل يوم يقطعه المؤمن في طاعة مولاه وذكره وشكره فهو له عيد.

আল্লাহর নাফরমানী করা হয়নাএমন প্রতিটি দিনই (একজন মুমিনের জন্য) ঈদের দিন এবং আল্লাহর হুকুম পালন, তাঁর যিকির ও শোকরের মধ্য দিয়ে কাটানো প্রতিটি দিনই একজন মুমিনের জন্য ঈদের দিন। হযরত হাসান বসরী রাহ.; লাতাইফুল মাআরিফ ৪৬৫

তিনটি উপদেশ

قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو: دَعْ مَا لَسْتَ مِنْهُ فِي شَيْءٍ، وَلَا تَنْطِقْ فِيمَا لَا يَعْنِيكَ، وَاخْزِنْ لِسَانَكَ كَمَا تَخْزِنُ وَرِقَكَ.

তোমার সাথে সংশ্লিষ্ট নয় এমন বিষয়ের পেছনে পড়ো না। অনর্থক কোনো কথা মুখে এনো না এবং নিজের জিহ্বাকে ওভাবে হেফাজত কর, যেভাবে টাকা-পয়সার হেফাজত করে থাকো। আব্দুল্লাহ বিন আমর রা.; আদাবুল লিসান, ইবনে আবিদ দুনইয়া; বর্ণনা ২৪

তার সফর বৃথা যায়নি

لو أن رجلا سافر من أقصى الشام إلى أقصى اليمن فحفظ كلمة واحدة تنفعه فيما يستقبل من عمره لرئيت أن سفره لم يضع.

কেউ যদি সুদূর সিরিয়া থেকে ইয়েমেন পর্যন্ত সফর করে একটি মাত্র কথা শেখে, যা তাকে ভবিষ্যতে উপকৃত করবে, তবে আমি মনে করি, তার সফর বৃথা যায়নি। বিখ্যাত তাবেঈ আমের বিন শারাহবিল শাবী রাহ.; সুওয়ারুম মিন হায়াতিত তাবিঈন পৃ. ১৭৮

 

 

advertisement