শাবান-শাওয়াল ১৪৪৪   ||   মার্চ-মে ২০২৩

সম্পাদকীয়

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের এমন সংবাদ স্বভাবতই বেদনাহত করে। সংবাদমাধ্যমগুলোতে চোখ স্থির হয়ে থাকে। কান উৎকর্ণ থাকে আত্মার আত্মীয় মুসলিম ভাই-বোনদের খবর জানতে। মৃতের সংখ্যা বাড়তে বাড়তে ৩০ হাজার ছাড়িয়ে গেছে। সময় যত বাড়ছে লাশের মিছিল ততই বড় হচ্ছে, জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হচ্ছে। জীবনের আশা বাদ দিয়ে বেঁচে যাওয়া স্বজনেরা কেবল লাশটুকু পাওয়ার আশায় বুক বাঁধছে। এরই মধ্যে বাতাসে লাশের গন্ধে সেই আশায়ও গুড়েবালি পড়ছে। আহত শিশু, নিশ্চল বাবা, উদ্ভ্রান্ত মায়ের মুখ স্তম্ভিত করে রাখে। সেইসঙ্গে আতঙ্কিত করে রাখে (আল্লাহ মাফ করুন) অপরিকল্পিত শহর ঢাকায় ভূমিকম্প হওয়ার আশঙ্কার কথা। এত শোক, এত বেদনা, এত আতঙ্কের পরও কেবল বিড়বিড় করে এ দুআই পড়ি

إِنَّا لِلهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ،

اللهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا.

আমরা আল্লাহর  জন্য। আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে। হে আল্লাহ, আমার মুসিবতে আমাকে প্রতিদান দিন, এর চেয়ে উত্তম কিছু আমার জন্য নির্ধারণ করুন।

رَضِيتُ بِاللهِ رَبًّا، وَبِالْاسْلَامِ دِينًا، وَبِمُحَمدٍ رَسُولًا.

আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট।

মাওলা, এই শোক সইবার মতো শক্তি দাও, নিহতদের শাহাদাতের মর্যাদা দাও, দেশ দুটিকে ঘুরে দাঁড়ানোর তাওফীক দাও, মানবজাতিকে ভূমিকম্প যে সতর্কবার্তা দিয়ে যায় সে বার্তা উপলব্ধি ও বাস্তবায়নের বোধ ও তাওফীক দাও।

সূরা আনআমের ৬৫ নং আয়াতে ইরশাদ হয়েছে

قُلْ هُوَ الْقَادِرُ عَلٰۤی اَنْ یَّبْعَثَ عَلَیْكُمْ عَذَابًا مِّنْ فَوْقِكُمْ اَوْ مِنْ تَحْتِ اَرْجُلِكُمْ.

হে নবী বলুন, তিনি এ বিষয়ে সম্পূর্ণ সক্ষম যে, তোমাদের প্রতি কোনো শাস্তি পাঠাবেন, তোমাদের উপর থেকে অথবা তোমাদের পদতল থেকে।

এ আয়াত যখন নাযিল হয় তখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আপনার কাছে পানাহ চাই। সহীহ বুখারী, হাদীস ৪৬২৮

তাই আমাদেরকেও আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আল্লাহর দরবারে কায়মনোবাক্যে তওবা করতে হবে। সেই তওবার উপর, দ্বীনের উপর অটল ও অবিচল থাকতে হবে। আমাদেরকে শিরক থেকে নিয়ে ছোট-বড় সব ধরনের গোনাহ থেকে সদা সতর্ক থাকতে হবে। তবেই আমরা দুনিয়া-আখেরাতের বালা-মুসিবত ও অকল্যাণ থেকে মুক্তি পাব। সব ধরনের কল্যাণ লাভ করব। এ প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়েছেন

وَلَوْ اَنَّ  اَهْلَ الْقُرٰۤی اٰمَنُوْا  وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَیْهِمْ بَرَکٰتٍ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ.

যদি জনপদবাসী ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আকাশ ও পৃথিবী থেকে বরকতের ধারা উন্মুক্ত করে দিতাম। সূরা আরাফে (৭) : ৯৬

আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে তাঁর মরজি মোতাবেক চলার তাওফীক দান করুন আমীন।

 

 

advertisement