শাবান-শাওয়াল ১৪৪৪   ||   মার্চ-মে ২০২৩

দ্বীনী পরামর্শ

[জীবন চলার পথে দ্বীনের ওপর চলতে আপনি কোনো জটিলতার সম্মুখীন হলে পরামর্শের জন্যে লিখে পাঠাতে পারেন এই ইমেইলে, nari@alkawsar.com । জবাব দিচ্ছেন, মুফতী আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ ছাহেব।]

01) প্রশ্ন : মাহরাম ছাড়া মেয়েদের কতটুকু চলাফেরা করার অনুমতি আছে?

উত্তর : সফরসম দূরত্ব (৭৮ কিলোমিটার) না হলে প্রাপ্তবয়স্ক নারীগণ নিম্নোক্ত শর্তসাপেক্ষে মাহরাম ছাড়াও চলাফেরা করতে পারবে :

এক. যাতায়াতের পথ সম্পূর্ণ নিরাপদ হতে হবে। এমন পরিবেশ হতে পারবে না যেখানে মাঝেমধ্যেই দুষ্ট ও অসৎ লোকেরা নারীদের উত্ত্যক্ত করে। যদি এমন হয় তাহলে অল্প জায়গাও মাহরাম ছাড়া চলাচল করতে পারবে না।

দুই. নারীরা ঘর থেকে বের হওয়ার সময় পূর্ণ পর্দার সাথে বের হবে। সুগন্ধি লাগাবে না।

সহীহ মুসলিম ৩২৩৯; আলমুহীতুল বুরহানী ৮/১১৪; রদ্দুল মুহতার ২/২৬৪

০২) প্রশ্ন : অনেক দূরে কোথাও ১৫ দিনের কম সময়ের জন্য গেলে শুধু ফরজ নামায আদায়ের নিয়মটা জানতে চাই।

উত্তর : যদি সফর সমান দূরত্বে বের হয় তাহলে নিজ এলাকা অতিক্রম করার পর থেকে পুনরায় নিজ এলাকায় ফিরে আসা পর্যন্ত যোহর, আসর ও এশার নামায দু রাকাত করে পড়তে হবে। এ দুই রাকাতেই সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলিয়ে নেবে। আর ফজর ও মাগরিব নামায যথরীতি দুই ও তিন রাকাত আদায় করবেন। তবে সফর অবস্থায়ও যদি কোনো মুকীম (স্থানীয়) ইমাম এর পেছনে নামায আদায় করা হয় তাহলে সে ক্ষেত্রে ইমামের মতোই মুসাফিরও পুরো নামায আদায় করবে।

সূরা নিসা ১০১, সহীহ মুসলিম, হাদীস ৬৮৭, মুসান্নাফে ইবনে আবী শাইবা ৩৮৪৯, শরহু মুখতাসারিত তহাবী ২/৯১, আলমুহীতুল বুরহানী ২/৩৮৩

০৩) প্রশ্ন : বিয়ের আগে পাত্রের বাবাকে মুখ দেখানো যাবে কি না?

উত্তর : না। বিয়ের আগ পর্যন্ত পাত্রের বাবা মাহরাম হন না। বিয়ের পূর্বে শুধু প্রস্তাবকারী পাত্রকেই মুখ দেখানো যাবে।সূরা নূর : ৩১-৩১, মুসনাদে আহমাদ ১৩৪২৪, রদ্দুল মুহতার ৫/২৩৭

০৪) প্রশ্ন : মেয়েরা চুল ছেড়ে ঘুমালে নাকি বাড়ির কর্তার আয় কমে যায়?

উত্তর : এমন ধারণা ঠিক নয়। নিজ থাকার জায়গায় যেভাবে সুবিধা হয় ঘুমাবে।

সূরা নূর : ৫৮, সুনানে তিরমিযী ২৮০৩, আহকামুল কুরআন, জাসসাস ৫/১৯২, বাদায়েউস সানায়ে ৫/১২৫

 

 

advertisement