কুরআন মাজীদ তিলাওয়াতের ফযীলত
উম্মে আবদুর রশীদ
এক. উসমান ইবনে আফফান রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—
خيركم من تعلَّم القران وعلَّمه.
অর্থাৎ তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, যে কুরআন শেখে এবং শেখায়। —সহীহ বুখারী, হাদীস ৫০২৭
দুই. আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—
إن لله أهلين من الناس، قالوا: يا رسول الله من هم؟ قال: هم أهل القرآن، أهل الله وخاصّته.
অর্থাৎ মানুষের মধ্যে কিছু লোক এমন আছে, যারা আল্লাহর অতি কাছের। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা আহলুল কুরআন (কুরআনওয়ালা), তারাই আল্লাহর অতি কাছের বিশেষ বান্দা। —সুনানে ইবনে মাজাহ, হাদীস ২১৫
তিন. আবূ উমামা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি—
اقرؤوا القرآن فإنه يأتي يوم القيامه شفيعا لأصحابه.
অর্থাৎ তোমরা কুরআন তিলাওয়াত কর। কারণ তা কিয়ামতের দিন কুরআনওয়ালাদের জন্য শাফাআতকারী হিসেবে উপস্থিত হবে। —সহীহ মুসলিম, হাদীস ৮০৪
চার. নাউওয়াস ইবনে সামআন রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি—
يؤتى يوم القيامة بالقرآن وأهله الذين كانوا يعملون به في الدنيا، تقدمه سورة البقرة وآل عمران، تحاجّان عن صاحبهما.
অর্থাৎ কিয়ামতের দিন কুরআন এবং কুরআনওয়ালাদের উপস্থিত করা হবে, যারা দুনিয়ায়কুরআন অনুযায়ী আমল করত। তাদের সামনে থাকবে সূরা বাকারা ও সূরা আলে ইমরান। এই দুই সূরা তার সঙ্গীদের (অর্থাৎ যারা এই দুই সূরা তিলাওয়াত করত এবং সে অনুযায়ী আমল করত) পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবে।-সহীহ মুসলিম, হাদীস ৮০৫
পাঁচ. আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—
أيحب أحدكم إذا رجع إلى أهله أن يجد فيه ثلاث خلفات عظام سمان؟ قلنا: نعم. قال: فثلاث آيات يقرأ بهن أحدكم في صلاته خير له من ثلاث خلفات عظام سمان.
অর্থাৎ তোমরা কি এটা পছন্দ কর যে, তোমরা বাড়িতে গিয়েতিনটি বড়হৃষ্টপুষ্ট গর্ভবতী উটনী পাবে?
আমরা বললাম, হাঁ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, নামাযে তিন আয়াত তিলাওয়াত করা তিনটি বড়হৃষ্টপুষ্ট গর্ভবতী উটনী লাভ করার চেয়েও উত্তম। —সহীহ মুসলিম, হাদীস ৮০২
ছয়. আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—
من قرأ حرفا من كتاب الله فله به حسنة، والحسنة بعشر أمثالها، لا أقول: الم حرف، ولكن ألف حرف، ولام حرف، وميم حرف.
অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ পড়বে, তার জন্য থাকবে একটি নেকী। আর এক নেকীকে বৃদ্ধি করে দশ নেকী করা হবে। আমি বলি না, ‘আলিফ-লাম-মীমʼ একটি হরফ। বরং ‘আলিফ’ একটি হরফ। ‘লাম’ একটি হরফ। ‘মীম’ একটি হরফ। —জামে তিরমিযী, হাদীস ৩১৩৫